ইরানের আপেল রফতানি দ্বিগুণ বৃদ্ধি
পোস্ট হয়েছে: জুলাই ১১, ২০১৮

সাত লাখ টন আপেল রফতানি করে ইরান এ পণ্য রফতানি দ্বিগুণ বৃদ্ধি করেছে। বছরে ইরানে ৩৭ লাখ টন আপেল উৎপাদন হয়ে থাকে। উৎপাদনের এক পঞ্চমাংশ রফতানি করে দেশটি। ইরাক, পাকিস্তান, তুর্কেমেনিস্তান, আফগানিস্তান, আমিরাত, ভারত,আজারবাইজন, তুরস্ক, তাজিকিস্তান, রাশিয়া, কুয়েত, ওমান ও বাহরাইনে ইরানের আপেল রফতানি হয়ে থাকে।
গত অর্থবছরে ইরান আপেল রফতানি করেছিল সাড়ে ৩ লাখ টন। এবার আপেল রফতানি করে ইরান ২শ’ মিলিয়ন ডলারের বেশি আয় করেছে। ফিনান্সিয়াল ট্রিবিউন।