বুধবার, ১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সেরা ফিল্ম ‘রামস’

পোস্ট হয়েছে: এপ্রিল ২৮, ২০১৬ 

news-image

৩৪ তম আন্তর্জাতিক ফজর চলচ্চিত্র উৎসবে সেরা পুরস্কার জিতে নিল আইসল্যান্ডের গ্রিমুর হাকোনারসনের পরিচালিত চলচ্চিত্র ‘রামস’। চলচ্চিত্রটি এবারের ফজর চলচ্চিত্র উৎসবে গোল্ডেন সিমর্গ পুরস্কার জিতে নেয়। তবে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে চলচ্চিত্রটির প্রযোজক গ্রিমার জনসন উপস্থিত ছিলেন না। তেহরানে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আইসল্যান্ডের একটি গ্রামে দুই ভাই চল্লিশ বছর ধরে কথা না বললেও শেষ পর্যন্ত তাদের সবচেয়ে প্রিয় ভেড়াগুলোকে রক্ষার জন্য তারা একত্র হয়। অভিনেতা সিগুরোর সিগুরজনসন ও থিওডর জুলিউসন ‘রামস’এ অভিনয়ের জন্যে যৌথভাবে সেরা অভিনেতার পুরস্কার পান।

সূত্র: তেহরান টাইমস