মঙ্গলবার, ১১ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের আটক ৭ বিলিয়নের ৩০মিলিয়ন ডলার ছাড় দক্ষিণ কোরিয়ার

পোস্ট হয়েছে: এপ্রিল ২২, ২০২১ 

news-image

ইরান-সাউথ কোরিয়া জয়েন্ট চেম্বার অব কমার্সের প্রধান হোসেইন তানহায়েই জানান তেল বিক্রির ৩০ মিলিয়ন ডলার দিয়ে ইরান এখন কোভিড ভ্যাকসিন কিনবে। এ অর্থ দক্ষিণ কোরিয়া আটকে রেখেছিল। দক্ষিণ কোরিয়ার একটি বাণিজ্যিক জাহাজ আটক করে ইরান। তারপর দুটি দেশের মধ্যে দরকষাকষির পর সিওল তেহরানকে আটক অর্থ ফেরতের আশ্বাস দিলে ইরান দক্ষিণ কেরিয়ার জাহাজটি ছেড়ে দেয়। হোসেইন তানহায়েই জানান দক্ষিণ কোরিয়া তার দেশের সঙ্গে ১ বিলিয়ন ডলার ছাড় দিতে একটি চুক্তি করেছে। তেহরান টাইমস

ইরানের এই চেম্বার নেতা অন্যান্য দেশগুলিতে অবরুদ্ধ ইরানের সম্পদ ফিরিয়ে আনার জন্যে ভিয়েনায় যৌথ সমন্বিত পরিকল্পনার (জেসিপিওএ) আলোচনার তাৎপর্যকে তুলে ধরে বলেন, যদি আলোচনায় কোনও চুক্তি হয় তবে দক্ষিণ কোরিয়ার কাছ থেকে আটক সম্পদ ইরানে ফিরিয়ে আনা সহজ এবং ত্বরান্বিত হবে। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, ভিয়েনা আলোচনায় তার দেশের শক্তিশালী উপস্থিতি যুক্তরাষ্ট্রের ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নিশ্চিত ব্যর্থতার প্রমাণ। ইরানি জনগণের দৃঢ়তা ও প্রতিরোধের ফলে শত্রুর সর্বোচ্চ চাপ প্রয়োগ ও অর্থনৈতিক যুদ্ধ ব্যর্থ হয়েছে এবং যুক্তরাষ্ট্র নিজে এই ব্যর্থতার কথা স্বীকার করেছে। তিনি আরো বলেন, আমরা এখন ভিয়েনা আলোচনায় অতীতের চেয়ে শক্তিশালী অবস্থানে থেকে কথা বলছি। ভিয়েনা বৈঠকে এ পর্যন্ত ৬০ ভাগ অগ্রগতি হয়েছে উল্লেখ করে প্রেসিডেন্ট রুহানি বলেন, মার্কিনীরা সততা দেখালে অতি অল্প সময়ের মধ্যে এ আলোচনা থেকে ইতিবাচক ফল বেরিয়ে আসবে।