বুধবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের আকাশে বিমান চলাচল ১৭% বেড়ে গেছে

পোস্ট হয়েছে: জুন ১২, ২০১৭ 

news-image

কোনো কোনো দেশ হঠাৎ করে বিমান চলাচলের রুট পরিবর্তন করার কারণে ইরানের আকাশসীমা ব্যবহার করে আন্তর্জাতিক রুটে বিমান চলাচল শতকরা ১৭ ভাগ বেড়ে গেছে। ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার প্রধান আলী আবেদযাদেহ এ তথ্য জানিয়েছেন।

কাতারের সঙ্গে কিছু আরব দেশ সম্পর্ক ছিন্ন করার কারণে দেশটির বিমান ওইসব আরব দেশের আকাশ দিয়ে চলতে পারছে না বলে তিনি উল্লেখ করেন। আবেদযাদেহ বলেন, এ কারণে কাতার এয়ারওয়েজ তার বেশিরভাগ আন্তর্জাতিক রুটের বিমান ইরানের আকাশসীমা দিয়ে পরিচালনা করছে।

ইরানের এই অ্যাভিয়েশন কর্মকর্তা বলেন, নিজের আকাশসীমাকে নিরাপদ রাখার বিষয়টিকে তেহরান সব সময় গুরুত্ব দিয়ে এসেছে।

তিনি বলেন, ইউক্রেনের আকাশে মালয়েশিয়ার বিমান বিধ্বস্ত হওয়ার পর দেশটির আকাশসীমা ব্যবহার বন্ধ করে দেয় বহু দেশ। এ ছাড়া, ইরাক ও সিরিয়ায় যুদ্ধ চলার কারণে ওই দু’টি দেশের আকাশসীমাও পারতপক্ষে কেউ ব্যবহার করে না। সেইসঙ্গে এবার কয়েকটি আরব দেশের আকাশ কাতারের জন্য বন্ধ হয়ে যাওয়ার ফলে ইরানই দেশটির জন্য নিরাপদতম আকাশসীমায় পরিণত হয়েছে। সূত্র: পার্সটুডে।