ইরানের আকাশসীমা দিয়ে দৈনিক চলাচল করে ১৪০০ বিমান
পোস্ট হয়েছে: আগস্ট ২৭, ২০১৭
ইরানের আকাশসীমা দিয়ে দৈনিক ১৪০০’এর বেশি বিমান চলাচল করে। ২০১৪ সালে দেশটির আকাশসীমা দিয়ে দৈনিক প্রায় সাড়ে চারশ’ বিমান চলাচল করেছে।
ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ফারজাদ ইসমাইলি এ তথ্য দিয়েছেন। তিনি আরো জানান, ইরানি আকাশসীমা আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিমান সংস্থাগুলো সবচেয়ে নিরাপদ হিসেবে বিবেচনা করছে এটি তারই প্রমাণ দেয়। পাশাপাশি ইরানের আকাশসীমাকে মধ্যপ্রাচ্যে সবচেয়ে নিরাপদ আকাশপথ হিসেবেও উল্লেখ করেন তিনি।
এদিকে, সৌদি নেতৃত্বাধীন দেশগুলোর নিষেধাজ্ঞা আরোপকে কেন্দ্র করে আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ইরানের আকাশসীমা ব্যবহার করছে পারস্য উপসাগরের তীরবর্তী ক্ষুদ্র দেশ কাতার। এতে ইরানের আকাশসীমায় বিমান চলাচল ২০ শতাংশ বেড়েছে। এতে এয়ার ট্রাফিক ফি খাতে ইরানের আয় মাসে অন্তত এক কোটি ৩০ লাখ ডলার সমপরিমাণ বেড়েছে।
ব্রিগেডিয়ার ইসমাইলি বলেন, গত ফার্সি বছরে ইরানের আকাশসীমা দিয়ে আন্তর্জাতিক সাত লাখ ফ্লাইট চলাচল করেছে এবং এতে ৫ কোটি যাত্রীবহন করা হয়েছে। – পার্সটুডে।