মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইরানের আইসিটি খাতে বিনিয়োগে আগ্রহী ১৫ বিদেশি ফার্ম

পোস্ট হয়েছে: নভেম্বর ১৫, ২০১৭ 

news-image

আইসিটি খাতে বিনিয়োগে আগ্রহী ১৫ বিদেশি ফার্মইরানের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রকল্পে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে ১৫টি বিদেশি কোম্পানি। ইতোমধ্যে বিনিয়োগে নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছে এসব প্রতিষ্ঠান।

রোববার ইরানের আইসিটি মন্ত্রণালয়ের উদ্ভাবন ও বিনিয়োগ সহায়তা দপ্তরের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হামিদ আহমাদিয়ান এ তথ্য জানিয়েছেন।

সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সিকে তিনি বলেন, ‘‘ইরানের আইসিটি করিডর বর্তমানে দ্বিতীয় ধাপে রয়েছে এবং ২০২১ সালের মধ্যে এটা সম্পূর্ণরূপে মূল স্রোতে আসবে। আমাদের ১৫টি বিদেশি কোম্পানির সঙ্গে আলাপ আলোচনা চলছে। তারা ইরানের বিভিন্ন আইসিটি প্রকল্পে বিনিয়োগে তাদের প্রস্তুতির কথা জানিয়েছে।’’

তার ভাষ্যমতে, এসব বিনিয়োগকারীর সঙ্গে আলোচনায় বৈদ্যুতিক, স্বাস্থ্য, লজিস্টিকস ও ইন্টারনেট অব থিংসের মতো বিনিয়োগের বিশেষ ক্ষেত্রগুলোরে ওপর আলোকপাত করা হয়েছে।

আহমাদিয়ান গুরুত্বের সঙ্গে আরও উল্লেখ করেন, আইসিটি করিডর ইরানকে বিদেশি কোম্পানিসমূহকে দেশটির প্রকল্পগুলোতে বিনিয়োগে উৎসাহিত করার সুযোগ করে দেবে।

সূত্র: মেহের নিউজ এজেন্সি।