শুক্রবার, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের আইটিএস খাতে তৎপর ৬০ কোম্পানি

পোস্ট হয়েছে: জুলাই ২৯, ২০১৯ 

news-image

ইরানের ইন্টেলিজেন্ট ট্রাফিক সিস্টেম (আইটিএস)  খাতে কাজ করছে ৬০টি জ্ঞানভিত্তিক কোম্পানি ও স্টার্ট-আপ। মহাকাশ প্রযুক্তি উন্নয়ন সদর দপ্তরের প্রধান এই তথ্য জানিয়েছেন।

মহাকাশ প্রযুক্তি উন্নয়ন ও অত্যাধুনিক পরিবহন সদর দপ্তরের সেক্রেটারি মানুচেহর মানতেগি বলেন, ইন্টেলিজেন্ট ট্রাফিক সিস্টেম (আইটিএস) খাতে বর্তমানে তার দেশে ৬০টি জ্ঞানভিত্তিক কোম্পানি ও স্টার্ট-আপ তৎপর রয়েছে।

আইটিএস খাতে মূলত তথ্য ও যোগযোগ প্রযুক্তি থেকে শুরু করে বিভিন্ন ধরনের পরিবহন ও ট্রাফিক ব্যবস্থাপনার কাজ করা হয়। এর উদ্দেশ্য ব্যবহারকারীদের ভালোভাবে তথ্য সরবরাহ করা ও নিরাপদ করা। সূত্র: মেহর নিউজ এজেন্সি।