শনিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের অ্যালুমিনিয়াম উৎপাদন বেড়েছে ২৬ শতাংশ

পোস্ট হয়েছে: আগস্ট ১৫, ২০২১ 

news-image

চলতি ইরানি বছরের প্রথম চার মাসে (মার্চ ২১ থেকে জুলাই ২২) ইরানে অ্যালুমিনিয়াম উৎপাদন বেড়েছে ২৬ শতাংশ। ইরানের চারটি বৃহত্তম অ্যালুমিনিয়াম উৎপাদনকারী প্রতিষ্ঠান মিলে বছরের প্রথম চার মাসে মোট ১ মোট লাখ ৭৫ হাজার টন অ্যালুমিনিয়াম পাত উৎপাদন করেছে। আগের বছরের একই সময়ের তুলনায় এই উৎপাদন বেড়েছে ২৬ দশমিক ৩ শতাংশ।

ইরানের খনি ও খনিজ শিল্প উন্নয়ন ও সংস্কার সংস্থার (আইএমআইডিআরও) তথ্য মতে, ওই চারটি  অ্যালুমিনিয়াম উৎপাদক কোম্পানি ২ মার্চ থেকে ২২ জুলাই পর্যন্ত ১ লাখ ৭৫ হাজার ২৮১ টন পাত উৎপাদন করেছে। গত বছরের প্রথম চার মাসে যেখানে উৎপাদনের পরিমাণ ছিল ১ লাখ ৩৮ হাজার ৭৮১ টন। সূত্র: মেহর নিউজ এজেন্সি।