ইরানের অ্যালুমিনিয়াম উৎপাদন বেড়েছে ২৬ শতাংশ
পোস্ট হয়েছে: আগস্ট ১৫, ২০২১
চলতি ইরানি বছরের প্রথম চার মাসে (মার্চ ২১ থেকে জুলাই ২২) ইরানে অ্যালুমিনিয়াম উৎপাদন বেড়েছে ২৬ শতাংশ। ইরানের চারটি বৃহত্তম অ্যালুমিনিয়াম উৎপাদনকারী প্রতিষ্ঠান মিলে বছরের প্রথম চার মাসে মোট ১ মোট লাখ ৭৫ হাজার টন অ্যালুমিনিয়াম পাত উৎপাদন করেছে। আগের বছরের একই সময়ের তুলনায় এই উৎপাদন বেড়েছে ২৬ দশমিক ৩ শতাংশ।
ইরানের খনি ও খনিজ শিল্প উন্নয়ন ও সংস্কার সংস্থার (আইএমআইডিআরও) তথ্য মতে, ওই চারটি অ্যালুমিনিয়াম উৎপাদক কোম্পানি ২ মার্চ থেকে ২২ জুলাই পর্যন্ত ১ লাখ ৭৫ হাজার ২৮১ টন পাত উৎপাদন করেছে। গত বছরের প্রথম চার মাসে যেখানে উৎপাদনের পরিমাণ ছিল ১ লাখ ৩৮ হাজার ৭৮১ টন। সূত্র: মেহর নিউজ এজেন্সি।