শনিবার, ৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের অসাধারণ জীববৈচিত্র্য জাদুঘর

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২৩, ২০২১ 

news-image

ইরানের পরিবেশ অধিদপ্তরে (ডিওই) দেশটির সমৃদ্ধতম ও সর্বাপেক্ষা জীববৈচিত্র্য জাদুঘর স্থাপন করা হয়েছে। অসাধারণ এই জাদুঘরটিতে পারস্য সিংহ ও কাস্পিয়ান বাঘ, দুর্লভ প্রজাতির এশিয়াটিক চিতা, কুমির, বুস্টার্ড ও গ্রাউস পাখি এবং এশিয়ান কালো ভাল্লুকসহ বিলুপ্ত দেশীয় প্রজাতির বিভিন্ন প্রাণী প্রদর্শনীর জন্য রাখা হয়েছে ।

বিশ্বে প্রায় ৯০ হাজার প্রজাতির প্রাণী শনাক্ত হয়েছে। এর মধ্যে ইরানের প্রাকৃতিক ইতিহাসের এই জাদুঘরটিতে রয়েছে ৫ সহস্রাধিক প্রজাতির প্রাণী। যদিও জাদুঘরটি জনসাধারণের জন্য উন্মুক্ত নয়।

ইরানের জৈববৈচিত্র জাদুঘরের রয়েছে কয়েকটি সেকশন। এর মধ্যে একটি জেনেটিক ব্যাংক। এখানে গবেষণার জন্য ইরানি ও বিদেশি প্রজাতির প্রাণীর জিনের নমুনা সংরক্ষণ করা আছে। এছাড়া ভূতাত্ত্বিক জাদুঘরটিতে একটি হার্বেরিয়াম সংগ্রহ, একটি প্রাণী ট্যাক্সাইডারির সংগ্রহ রয়েছে। সূত্র: তেহরান টাইমস।