রবিবার, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের অর্থনীতিতে গ্রামীণ নারীদের ভূমিকা

পোস্ট হয়েছে: আগস্ট ২৪, ২০১৬ 

news-image

ইরানের নারী ও পরিবার বিষয়ক ভাইস প্রেসিডেন্ট শাহিনদখত মোলাভারদি বলেছেন, গ্রামীণ নারীরা আর্থসামাজিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে যদিও তা অনেকের অজানা। পরিবার ও সামাজিক দিক থেকে নারীর এ ভূমিকা অসামান্য। তবে নারীর এ ভূমিকা অজানা থাকায় তা অনেক সময় স্বীকৃত হয়ে ওঠে না। এর ফলে তা সামাজিক স্বীকৃতি থেকে বঞ্চিত হয়। গ্রামীণ নারীর এ ধরনের অসাধারণ ভূমিকা সম্পর্কে সবাই অজ্ঞাত থাকলে তা হবে তার প্রতি অবিচার।

ইরানের গিলান প্রদেশের জিবাকেনার গ্রামে এক সাংস্কৃতিক উৎসবে আয়োজিত অনুষ্ঠানে মোলাভারদি গ্রামীণ নারীদের বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা সম্পর্কে বক্তব্য রাখেন। তিনি বলেন, নারীদের বিনিয়োগও অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখতে পারে। নারীদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসা সমাজের জন্যে জরুরি। কারণ নারীদের অবদান ছাড়া কোনো লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব নয়।

মোলাভারদ্আিরো বলেন, ৩২ মিলিয়ন গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে ১২ মিলিয়ন হচ্ছে নারী। গিলান প্রদেশের নারীরা কৃষি ও কুটির শিল্পে অসামান্য অবদান রাখছেন বলে তিনি মন্তব্য করেন। সূত্র: তেহরান টাইমস