ইরানের অর্থনীতিই হচ্ছে প্রধান ইস্যু: সর্বোচ্চ নেতা
পোস্ট হয়েছে: জুন ৬, ২০১৬
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2016/06/4bk661c18e95ae8bpa_800C4501.jpg)
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলছেন, অর্থনীতিই হচ্ছে দেশের প্রথম সমস্যা এবং এর সঠিক সমাধান অবশ্যই খুঁজে বের করতে হবে।
সর্বোচ্চ নেতা এরইমধ্যে দেশের কর্মকর্তাদের “প্রতিরোধমূলক অর্থনীতি” গড়ে তোলার জন্য বলেছেন যার মূল ভিত্তি হবে দেশীয় উৎপাদন। বিদেশি নানা বাধা-বিপত্তির মুখে এ তিনি এ কথা বলেছেন।
রাজধানী তেহরানে ইরানের নতুন সংসদ সদস্যদের সঙ্গে রোববার এক অনুষ্ঠানে সর্বোচ্চ নেতা আরো বলেন, আমাদেরকে প্রতিটি সরকারের অর্থনৈতিক কর্মকাণ্ড খতিয়ে দেখতে হবে এবং খুঁজতে হবে কোথায় প্রতিরোধমূলক অর্থনীতি লুকিয়ে আছে। তিনি বলেছেন, অভ্যন্তরীণ উৎপাদনই হচ্ছে দেশের মন্দা অবস্থা দূর করার মূল চিকিৎসা এবং এ ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা জরুরি।
সূত্র: পার্স টুডে