শনিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের অবস্থান অক্ষুণ্ণ রাখতে অর্থনৈতিক সমৃদ্ধির ওপর জোর দিলেন সর্বোচ্চ নেতা

পোস্ট হয়েছে: জানুয়ারি ৩১, ২০২৩ 

news-image

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, যেকোনো দেশের অবস্থার উন্নতি মূলত ঐ দেশের অর্থনৈতিক অবস্থার সাথে সম্পর্কিত। যখন একটি দেশের মুদ্রা দুর্বল হয় এবং অর্থনৈতিক সুযোগ-সুবিধা হ্রাস পায়, তখন আজকের বিশ্বে ঐ দেশের বিশ্বাসযোগ্যতা ও অবস্থান নিচে নেমে যায়। বিশ্বে দেশের অবস্থান অক্ষুণ্ণ রাখতে অর্থনৈতিক সমৃদ্ধি জরুরি।

বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন কোম্পানির কর্মকর্তা এবং একদল পণ্য উৎপাদনকারী ও উদ্যোক্তা সোমবার সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর সঙ্গে সাক্ষাত করতে এলে তিনি এসব কথা বলেন।

সর্বোচ্চ নেতা আরও বলেছেন, দক্ষ তরুণ জনশক্তি থাকা প্রতিটি দেশের জন্য গৌরবের, কিন্তু বেকার থেকে গেলে তা ঐ দেশের জন্য লজ্জার। সরকারকে তরুণদের জন্য কাজের ব্যবস্থা করতে হবে।

তিনি বলেন, বিশ্বে ইরানের পণ্যকে রপ্তানি খাতে প্রতিযোগিতা করার পর্যায়ে উন্নীত করতে হবে অর্থাৎ পণ্যের গুণমান বৃদ্ধি করতে হবে এবং পণ্যের মূল্য কমাতে হবে। যেসব কাজ খুব জরুরি তার মধ্যে এটি হলো একটি।

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী আরও বলেন, আপনাকে অবশ্যই এমন কিছু করতে হবে যাতে তারা আপনাকে অন্য দেশের নামে ইরানি পণ্য বিক্রি করতে বাধ্য করতে না পারে। লিখুন ‘ইরানে তৈরি’। ইংরেজিতে ‘মেড ইন ইরান’ লিখবেন না। ‘ইরানে তৈরি’ কথাটি ফার্সি হরফে লিখুন। পার্সটুডে/