মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের অপ্রয়োজনীয় পণ্য আমদানিতে নিষেধাজ্ঞায় বাঁচলো ৫.৮ বিলিয়ন ডলার

পোস্ট হয়েছে: এপ্রিল ৪, ২০২১ 

news-image

এক হাজার ৫৩৯টি অপ্রয়োজনীয় পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা ও ৭২২টি পণ্য আমদানি সীমিত করায় ইরানের সাশ্রয় হয়েছে ৫ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার। গত ইরানি বছরের প্রথম সাড়ে দশ মাসে (২১ মার্চ ২০২১ থেকে ৩ ফেব্রুয়ারি ২০২১) এই অর্থ সাশ্রয় হয়েছে। ইরানের শিল্প, খনি ও বাণিজ্য মন্ত্রণালয়ের সংবাদ পোর্টাল শাতা এই খবর দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আমেরিকার পুনরায় অবরোধ আরোপের পর থেকে ইরান আত্মনির্ভরশীলতার কৌশল গ্রহণ করে, যা অনুসরণ করে দেশটির রাষ্ট্রীয় ও বেসরকারি মালিকানাধীন সব প্রতিষ্ঠান। ফলে উল্লিখিত বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা সম্ভব হয়েছে দেশটির। সূত্র: তেহরান টাইমস।