শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের অপরিশোধিত স্টিল রপ্তানি বেড়েছে ৮০ শতাংশ

পোস্ট হয়েছে: জানুয়ারি ৩০, ২০১৮ 

news-image

গত ২১ ডিসেম্বর পর্যন্ত নয় মাসে ৪ দশমিক ৬১৪ মিলিয়ন টন অপরিশোধিত স্টিল রপ্তানি করেছে ইরান। যেখানে আগের বছরের একই সময় ২ দশমিক ৫৬৫ টন অপরিশোধিত স্টিল রপ্তানি করেছিল দেশটি। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় স্টিল রপ্তানি বেড়েছে ৮০ শতাংশ। ইরানের স্টিল উৎপাদকদের সংগঠন এই তথ্য জানিয়েছে।

রোববার সংবাদ সংস্থা ইরনার প্রতিবেদনে বলা হয়, উল্লিখিত সময়ে ইরানের অপরিশোধিত স্টিল উৎপাদনের পরিমাণ বেড়েছে ১৬ শতাংশ। এ সময়ে স্টিল উৎপাদিত হয়েছে ১৬ দশমিক ০৭৩ মিলিয়ন টন।

এর আগের ইরানি বছরে (১৩৯৫) ইরানের অপরিশোধিত স্টিল উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছিল ১৮ দশমিক ৪৬৬ মিলিয়ন টন। তার আগের বছর উৎপাদন হয়েছিল ১৬ দশমিক ৬৫৬ মিলিয়ন টন। ওই বছর আগের বছরের চেয়ে স্টিল উৎপাদন বেড়েছে ১১ শতাংশ।

গত বছর ইরান সাড়ে পাঁচ মিলিয়ন টন অপরিশোধিত স্টিল রপ্তানি করে। আগের বছর থেকে গত বছরে রপ্তানি বৃদ্ধি পায় ২৭ শতাংশ।

ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশনের (ডব্লিউএসএ) সর্বশেষ প্রকাশিত প্রতিবেদন মতে, ২০১৭ সালে ইরান ২১ দশমিক ৭ মিলিয়ন টন স্টিল উৎপাদন করেছে। ২০১৬ সালে দেশটি উৎপাদন করে ১৭ দশমিক ৮ মিলিয়ন টন। আগের বছরের তুলনায় ২০১৭ সালে উৎপাদন বেড়েছে ২১ দশমিক ৪ শতাংশ। বিশ্বের ৬৬টি দেশ নিয়ে পরিচালিত এই জরিপে স্টিল উৎপাদনে ১৪তম স্থানে রয়েছে ইরান। সূত্র: মেহর নিউজ এজেন্সি।