বুধবার, ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের অপরিশোধিত তেল রপ্তানি দিনে ১৫লাখ ব্যারেল ছাড়িয়েছে

পোস্ট হয়েছে: মার্চ ৯, ২০২২ 

news-image

ইরানের অপরিশোধিত তেল রপ্তানি প্রতিদিন ১৫ লাখ ব্যারেল (বিপিডি) ছাড়িয়েছে। ইরানের পোর্টস অ্যান্ড মেরিটাইম অর্গানাইজেশনের (পিএমও) মহাপরিচালক আলী আকবর সাফাই এই তথ্য জানান।পিএমও মহাপরিচালক এবং সড়ক ও নগর উন্নয়ন উপমন্ত্রী সাফাই ইরানের দক্ষিণাঞ্চলীয় বুশেহর প্রদেশে পরিচালিত প্রকল্প পরিদর্শনকালে এই মন্তব্য করেন।তিনি বলেন, “সৌভাগ্যবশত, আঞ্চলিক দেশগুলোতে প্রেসিডেন্টের সাম্প্রতিক সফরের পরে খুব ভাল পদক্ষেপ নেওয়া হয় এবং এই সফরের ফলে যে সাফল্য তৈরি হয়েছে তাতে আমাদের রপ্তানি ও আমদানিতে ভাল প্রবৃদ্ধি হয়েছে। বুশেহর বন্দরে গত বছরের তুলনায় আমরা ২২শতাংশ প্রবৃদ্ধি দেখতে পাচ্ছি।” সূত্র: মেহর নিউজ এজেন্সি।