ইরানের অটো নির্মাতারা এবছর ১২ লাখ গাড়ি বানাবে
পোস্ট হয়েছে: এপ্রিল ২৯, ২০২১

চলতি ফারসি বছরে (২০ মার্চ ২০২০ থেকে ২০ মার্চ ২০২১) ১২ লাখ গাড়ি উৎপাদন করবে ইরানের অটোনির্মাতা প্রতিষ্ঠানগুলো। ইরানের শিল্প, খনি ও বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মসূচিতে উল্লিখিত সংখ্যক গাড়ি উৎপাদনের এজেন্ডা রাখা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা ইরনা।
শিল্প মন্ত্রণালয়ের তথ্যমতে, ইরানি অটোনির্মাতারা গত বছর এই ধরনের মোট ৯ লাখ ৮৪ হাজার ২শ যানবাহন উৎপাদন করেছে। সে হিসেবে এবছর গাড়ি উৎপাদন ২১ শতাংশ বাড়ানোর পরিকল্পনা রয়েছে দেশটির। সূত্র: তেহরান টাইমস।