বৃহস্পতিবার, ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইরানি হাতেবোনা গালিচার সবচেয়ে বড় ক্রেতা আমেরিকা

পোস্ট হয়েছে: আগস্ট ২০, ২০১৭ 

news-image

ইরানি গালিচার সবচেয়ে বড় ক্রেতায় পরিণত হয়েছে আমেরিকা। গত বছর দেশটি ১৯ কোটি ৬০ ডলারের ইরানি গালিচা আমদানি করেছে। এ তথ্য দিয়েছেন ইরানের জাতীয় গালিচা কেন্দ্রের প্রধান হামিদ কারগার। পার্সটুডের খবর।

আমেরিকায় দীর্ঘকাল ধরেই সমাদৃত হয়ে আসছে ইরানি হাতেবোনা গালিচা। কিন্তু ২০১০ সালে আরোপিত নিষেধাজ্ঞার জেরে আমেরিকার বাজারে ইরানি গালিচা জৌলুস হারাতে বাধ্য হয়েছিল। সে সময়ে বাজারে ঢোকে পাকিস্তান, ভারত, তুরস্ক এবং চীনের তুলনামূলক সস্তা গালিচা।

অতীতে বিশ্ব বাজারে চীন প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হলেও বর্তমানে ইরানি গালিচার সর্ববৃহৎ আমদানিকারী দেশে পরিণত হয়েছে আমেরিকা। ইরানি হাতেবোনা গালিচার সবচেয়ে বড় ক্রেতা আমেরিকা তেহরানে গালিচা মেলা শুরুর আগে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন হামিদ কারগার।

ইরানি হাতেবোনা গালিচার ২৩তম মেলায় এই প্রথমবারের মতো অংশ নেবেন মার্কিন ১৪ ব্যবসায়ী। সপ্তাহব্যাপী এ মেলা চলতি মাসের ২৩ তারিখে শুরু হবে। গালিচা ছাড়াও ইরানি ক্যাভিয়ার, পেস্তা এবং জাফরানের ব্যাপক চাহিদা রয়েছে আমেরিকায়।