ইরানি হজযাত্রীদেরকে ফুল স্বাগত জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ
পোস্ট হয়েছে: আগস্ট ১, ২০১৭
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2017/08/4bmz45607994a2tqv2_800C450-1.jpg)
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার হজ বিষয়ক প্রতিনিধি আলী কাজী আসগর বলেছেন, সৌদি কর্তৃপক্ষ ইরানের হজযাত্রীদেরকে ফুল ও তাজা খেজুর দিয়ে স্বাগত জানিয়েছে। এ ঘটনা হজ বিষয়ক চুক্তির প্রতি সৌদি আরবের প্রতিশ্রুতি রক্ষার ইঙ্গিত বহন করছে।
তিনি আশা করেন, ইরানের হজযাত্রীরা চলতি বছর নিরাপদে হজ পালন শেষে নির্বিঘ্নে দেশ ফিরতে পারবেন। গতকাল ইরানের হজযাত্রীদের প্রথম দল পবিত্র মদীনা শহরে পৌঁছায় এবং বিমানবন্দরে তাদেরকে ফুল ও তাজা খেজুর দিয়ে স্বাগত জানানো হয়। সেখানে উপস্থিত ছিলেন সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী মুহাম্মাদ আবদুর রহমান বিজাভি-সহ ইরান এবং সৌদি আরবের হজ বিষয়ক কর্মকর্তারা। এ সময় সৌদি কিশোররা ফুলের তোড়া ও খেজুর দিয়ে ইরানি হজযাত্রীদেরকে স্বাগত জানায়।
সৌদি মন্ত্রী বিজাভি বলেন, ইরানি হজযাত্রীদের দেখে তিনি খুশি এবং তিনি আশা করেন, ইরানের লোকজন ওমরাতেও ফিরবেন।
কয়েকদিন আগে তেহরান ঘোষণা করেছে, এ বছর ইরান থেকে ৮৬ হাজার ৫০০ ব্যক্তি হজে যাবেন এবং তাদেরকে বহন করবে বিমানের ৩৩৫টি ফ্লাইট। ইরানি হজযাত্রীর মধ্যে এবার ১৫ হাজার সুন্নি মাজহাবের লোক রয়েছেন। সূত্র: পার্সটেুডে।