ইরানি স্যাটেলাইট কক্ষপথে পাঠাবে রুশ মহাকাশ সংস্থা
পোস্ট হয়েছে: আগস্ট ৪, ২০২২
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2022/08/4234866.jpg)
মহাকাশে ইরানের তৈরি ‘খৈয়াম’ স্যাটেলাইট উৎক্ষেপণ করবে রাশিয়ার একটি মহাকাশ সংস্থা। বুধবার সংস্থাটি এই ঘোষণা দিয়েছে।
রাশিয়া ৯ আগস্ট ইরানের পক্ষে স্যাটেলাইটটি মহাকাশে পাঠাবে। রাষ্ট্রীয় মহাকাশ সংস্থা রোসকসমস বুধবার একথা জানিয়েছে। খবর রয়টার্সের। রোসকসমস জানিয়েছে, রিমোট সেন্সিং স্যাটেলাইট ‘খৈয়াম’ সয়ুজ রকেটের মাধ্যমে কক্ষপথে পাঠানো হবে। সূত্র: মেহর নিউজ।