মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানি স্থপতির ভবন নকশা স্বর্ণপদক পেল ইতালিতে

পোস্ট হয়েছে: মে ১৪, ২০১৭ 

news-image
ইরানি স্থপতি মোহাম্মদরেজা কানেইএর নকশায় তৈরি ভবন মিলানে নকশা প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতেছে। কানেইএর ভবনটি আবাসিক। ইরানের ইস্ফাহানে পলশির আর্কিটেক্ট প্রতিষ্ঠান ওই ভবনটি নির্মাণ করে। যা ইতালিতে আর্কিটেকচারবিল্ডিং অ্যান্ড স্ট্রাকচার ডিজাইন ক্যাটাগরিতে পুরস্কার লাভ করে।
মজার ব্যাপার হচ্ছে কানেই একটি পুরাতন ভবনের অবকাঠামো ঠিক রেখে সংস্কার করে ভবনটিতে নতুন মাত্রা দিয়েছেন।এছাড়া ইতালির ওই প্রতিযোগিতায় ইরানের রাস্তএ পাবালিক স্কয়ার প্লাজা শাহারদারি ভবনটিও ’ ডিজাইন অ্যাওয়ার্ড জিতে নেয়। আগামী ৯ জুন ইতালির মিলানে এক অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন স্থান থেকে প্রতিযোগী স্থপতিদের মধ্যে যারা পুরস্কার পেয়েছেন তাদের হাতে তা তুলে দেওয়া হবে। সূত্র: তেহরান টাইমস