ইরানি সেনাবাহিনীতে যুক্ত হলো মহাজের-৬ ড্রোন
পোস্ট হয়েছে: জুলাই ২১, ২০১৯

ইরানের সেনাবাহিনীর গ্রাউন্ড ফোর্সের ড্রোন বহরে যুক্ত হলো দেশীয় প্রযুক্তিতে তৈরি মহাজের-৬ ড্রোন। বুধবার মনুষ্যবিহীন ও কৌশলগত আকাশযানটি সেনাবাহিনীকে সরবরাহ করা হয়।
ইরানি সেনাবাহিনীর গ্রাউন্ড ফোর্সের ড্রোন ইউনিটের কমান্ডার ব্রি. জেনারেল হাসাননেজাদ ড্রোন হস্তান্তর অনুষ্ঠানে বলেন, মহাজের-৬ কম্ব্যাট ড্রোন সরবরাহের ফলে আর্মি গ্রাউন্ড ফোর্সের অভিযানে ড্রোনের ব্যাপক ব্যবহারের নতুন পর্ব শুরু হবে।
তিনি জোর দিয়ে বলেন, মনুষ্যবিহীন এসব আকাশযান মোতায়েনের পর ইরানি সীমান্তে কোনো হুমকি দেখা দিলেই তা সঙ্গে সঙ্গে শনাক্ত হবে এবং তা নামিয়ে আনা যাবে। এমনকি সীমান্ত ছাড়িয়েও এই নজরদারি চালানো যাবে।
ড্রোনটির নজরদারি ও পরিদর্শন মিশন পরিচালনার সক্ষমতা রয়েছে। দীর্ঘ পরিসরে এটা দিয়ে অপারেশন চালানো যায় এবং উচ্চ নির্ভুলতার সাথে পরিচালনা করা যায়। সূত্র: মেহর নিউজ এজেন্সি।