শনিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানি শহরে চিকিৎসা পর্যটন জোরদার

পোস্ট হয়েছে: ডিসেম্বর ১৩, ২০২১ 

news-image

ইরানের দক্ষিণ-পশ্চিম কোহগিলুয়েহ ও বয়ার-আহমদ প্রদেশের গাচসারান শহরে চিকিৎসা পর্যটন জোরদার করার পরিকল্পনা করছে স্থানীয় কর্তৃপক্ষ। প্রাদেশিক পর্যটন প্রধান মজিদ সাফাই শনিবার এই ঘোষণা দেন।স্বাস্থ্য পর্যটন বিকাশের সুবিধার্থে গাচসারানে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা হচ্ছে জানিয়ে তিনি বলেন, শহরটিতে বিমানবন্দর দিয়ে চিকিৎসা সুবিধা এবং সরঞ্জাম দ্রুত সরবরাহের সুবিধা রয়েছে। এজন্য পর্যটন শিল্প, বিশেষ করে স্বাস্থ্য পর্যটন বিকাশের জন্য একটি শক্তিশালী সক্ষমতা রয়েছে শহরটির।উদাহরণ টেনে এই কর্মকর্তা বলেন,  গাচসারানে অবস্থিত মা ও শিশুদের জন্য নিবেদিত একটি বিশেষ হাসপাতাল দেশী ও বিদেশী রোগীদের মানসম্পন্ন সেবা প্রদান করছে। করোনাভাইরাস মহামারির সময় সাড়ে তিনশ বিদেশী পর্যটক ওই হাসপাতালে চিকিৎসা সেবা নেওয়ার জন্য ভিসা পেয়েছিলেন বলে তিনি উল্লেখ করেন। সূত্র: তেহরান টাইমস।