বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানি মেসি আজমুনকে দলে ভেড়াতে চাই ইতালীয় ক্লাব নেপোলি

পোস্ট হয়েছে: মার্চ ১১, ২০২০ 

news-image

ইরানের ‘লিউনেল মেসি’ খ্যাত সরদার আজমুনকে দলে ভেড়াতে চায় ইতালীয় ফুটবল ক্লাব নেপোলি। এ বিষয়ে আন্তর্জাতিক এই ফরওয়ার্ডারের সাথে একটি চুক্তি সাক্ষরের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে ক্লাবটি। এই খবর দিয়েছে ইতালির রোমভিত্তিক ক্রীড়া বিষয়ক জাতীয় সংবাদপত্র ‘কুরিয়ার ডেলো স্পোর্টস’।

নেপোলি রিয়াল মূলত মাদ্রিদ স্ট্রাইকার লুকা জোভিসকে দলে ভেড়ানোর বিষয়টি পর্যবেক্ষণ করছে। তবে বিকল্প হিসেবে জেনিত স্ট্রাইকার আজমুনকে দলে টানার বিষয়টি নিয়ে ভাবছে ইতালির বিখ্যাত ক্লাবটি। আজমুন চলতি মৌসুমে এ পর্যন্ত ১১টি গোল করেছেন এবং সহায়তা করেছেন পাঁচটি গোলে।

সাম্প্রতিক বছরগুলোতে আজমুনের ইংলিশ প্রিমিয়ার লিগ টিমে খেলার বিষয়ে খবর প্রকাশিত হয়। তবে এখন পর্যন্ত এই ধরনের কোনো দলে তিনি স্থানান্তরিত হননি।

২৫ বছর বয়সী এই ফরওয়ার্ডার ২০১৫ ও ২০১৯ এএফসি এশিয়ান কাপ এবং ২০১৮ ফিফা ওয়ার্ল্ড কাপে ইরানের প্রতিনিধিত্ব করেন। আজমুন ২০১৩ সালে ইরানি ক্লাব স্টেফ্যান থেকে রুবিন কাজানে যোগদান করেন এবং ২০১৫-১৬ সেশন কাটান রাশিয়ার পেশাদার ক্লাব এফসি রোস্টোভে। অতঃপর ২০১৬-১৭ সেশনে তিনি রোস্টোভের সাথে স্থায়ী চুক্তিতে আবদ্ধ হন। এরপর ২০১৭ সালে পুনরায় রুবিনে ফিরে আসেন তিনি।

আজমুন রাশিয়ার ঘরোয়া লিগ জেনিতে সাড়ে তিন বছরের চুক্তিতে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে যোগদান করেন। সূত্র: তেহরান টাইমস।