বৃহস্পতিবার, ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইরানি ভ্যাকসিনের মানবদেহে পরীক্ষা শুরু নভেম্বরে

পোস্ট হয়েছে: অক্টোবর ২৩, ২০২০ 

news-image

ইরানের তৈরি করোনা ভাইরাসের ভ্যাকসিন আগামী নভেম্বরের শুরু থেকে মানবদেহে পরীক্ষা শুরু করা হবে। মঙ্গলবার ইরানের স্বাস্থ্যমন্ত্রী সাইদ নামাকি এই তথ্য জানান।

আন্তর্জাতিক পর্যায়ে কোভিড-১৯ ভ্যাকসিন নিয়ে অসংখ্য গবেষণা হয়েছে। এসব গবেষণার প্রতি ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ভ্যাকসিন উৎপাদনে পাঁচটির মতো গ্রুপ কাজ করছে। এদের মধ্যে দুটি গ্রুপ ভালো ফল পেয়েছে।

নামাকি বলেন, আমরা আশা করছি ভ্যাকসিন সম্পর্কে নিকট ভবিষ্যতে ইরানের জনগণকে ভালো সংবাদ দিতে পারবো। সূত্র: তেহরান টাইমস।