ইরানি ভারোত্তোলক ইউসেফি ভাঙলেন জুনিয়র বিশ্ব রেকর্ড
পোস্ট হয়েছে: ডিসেম্বর ২১, ২০২১
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2021/12/3992576.jpg)
ইরানের আলিরেজা ইউসেফি ২০২১ বিশ্ব ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে নতুন রেকর্ড গড়লেন। ১৮ বছর বয়সী এই ভারোত্তোলক ১০৯ কেজি ওজন-শ্রেণির ক্লিন অ্যান্ড জার্কে ২৩৮ কেজি ওজন তুলতে সক্ষম হয়েছেন। এই বিভাগে চীনের নিংবোতে ২০১৯ এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে তার স্বদেশী আলি দাউদির গড়া রেকর্ড ভাঙলেন তিনি। দাউদির চেয়ে এক কেজি ওজন বেশি তুলে বিশ্ব জুনিয়র রেকর্ড করেন।
জর্জিয়ার লাশা তালাখাদজে ২০২১ বিশ্ব ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপের এই ওজন বিভাগে ২২৫ ও ২৬৭ কেজিসহ মোট ৪৯২ কেজি ওজন তুলে স্বর্ণপদক জিতেন । আর্মেনিয়ান ভারাজদাত লালায়ান ৪৫৭ কেজি নিয়ে রৌপ্য জিতেছেন এবং ব্রোঞ্জ পদক পেয়েছেন তার দেশীয় গোর মিনাসিয়ান যিনি মোট ৪৪৮ কেজি ওজন তুলেছেন। ইরানের ভারোত্তোলক আয়াত শরিফি এবং আলিরেজা ইউসেফি এই বিভাগে ৪২৪ এবং ৪২১ কেজি ওজন তুলে যথাক্রমে ষষ্ঠ ও সপ্তম স্থানে রয়েছেন। ২০২১ বিশ্ব ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ ৭ থেকে ১৭ ডিসেম্বর উজবেকিস্তানের তাসখন্দে অনুষ্ঠিত হয়ে।সূত্র: তেহরান টাইমস।