শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানি ব্যবসায়ীদের ভিসা সহজ করল দক্ষিণ আফ্রিকা

পোস্ট হয়েছে: অক্টোবর ১, ২০১৮ 

news-image

ইরানের পররাষ্ট্র ও দক্ষিণ আফ্রিকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে ভিসা সহজ করার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। দক্ষিণ আফ্রিকায় এধরনের সুযোগ পাবেন ইরানের ব্যবসায়ীরা। তেহরান চেম্বার অব কমার্স নেতারা বলছেন এর ফলে আফ্রিকার দেশগুলোতে ইরানি ব্যবসায়ীদের বাণিজ্যিক সফর আরো বৃদ্ধি পাবে। ফিনান্সিয়াল ট্রিবিউন

এদিকে ইরানের বার্তা সংস্থা মেহর বলছে, ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার সঙ্গে ইরানের বাণিজ্য ১শ’ কোটি মার্কিন ডলারে উন্নীত হবে। ট্রেড প্রমোশন অর্গানাইজেশন অব ইরানের প্রধান ফারজাদ পিলটান এ তথ্য দিয়ে বলেন, দক্ষিণ আফ্রিকার সঙ্গে বাণিজ্য বাড়াতে তেহরান বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। বিশেষ করে বাণিজ্যিক লেনদেনে ব্যাংকিং জটিলতা নিরসন অন্যতম। মেহর নিউজ।