রবিবার, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানি বিস্ময় শিশু আরাতের প্রশংসায় মেসি

পোস্ট হয়েছে: এপ্রিল ১৫, ২০২০ 

news-image

ফুটবলের বিস্ময় শিশু আরাত হোসেইনি। মাত্র ছয় বছর বয়সে যেন ফুটবলের জাদুকর বনে গেছে সে। সম্প্রতি বারসেলনার টি-শার্ট পরে ফুটবল পায়ে দারুণ নৈপুণ্যতা দেখায় ইরানি এই শিশু। যা দেখে কৃতজ্ঞতা না জানিয়ে পারলেন না ফুটবলের জাদুকর লিওনেল মেসি।  তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে আর্জেন্টিনা তারকা আরাতের প্রশংসা করেছেন। সে যে অসাধারণ নৈপুণ্যতা দেখিয়েছে তাতে বিস্ময় প্রকাশ করে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

মেসি লিখেছেন, ‘‘থ্যাংকস আরাত!! আই সি এ লট অব ক্লাস দেয়ার, ইমপ্রেসিভ!হাগ!!’’

ছয় বছর বয়সী আরাত ইরানের উত্তরাঞ্চলে জন্ম গ্রহণ করেছে। তবে এখন সে লিভারপুলে বসবাস করে। ধারাবাহিক কিছু ভিডিওতে অবিশ্বাস্য নৈপুণ্যতা দেখিয়ে ইন্টারনেটে ব্যাপক সাড়া ফেলে দেয় সে।

ইনস্টাগ্রামে আরাতের ফলোয়ার সংখ্যা ২৭ লাখ। বিশ্বের নামিদামি ক্রীড়া তারকারাও তার ফলোয়ারের তালিকায় রয়েছে। এদের মধ্যে বক্সার অ্যান্থনি জশুয়া, সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার রিও ফারদিনান্দ ও লিভারপুল চ্যাম্পিয়ন লিগ বিজয়ী লুইস গারসিয়ারাও রয়েছেন।  

বিস্ময় শিশু আরাতের প্রিয় খেলা ফুটবল। তবে জিমনেস্টিক, বাস্কেটবল ও তাইকোয়ান্দোর মতো খেলাগুলোতেও বেশ ভালো সে। সূত্র: তেহরান টাইমস।