ইরানি বন্দরগুলো থেকে রপ্তানি বেড়েছে ৭ শতাংশ
পোস্ট হয়েছে: মার্চ ১০, ২০২১
ইরানি বছরের প্রথম ১১ মাসে (২০ মার্চ ২০২০ থেকে ১৮ ফেব্রুয়ারি ২০২১) ইরানের বন্দরগুলো থেকে রপ্তানি বেড়েছে সাত শতাংশ। আগের বছরের একই সময়ের তুলনায় এই রপ্তানি বেড়েছে। ইরানের পরিবহন ও নগর উন্নয়ন মন্ত্রী মোহাম্মাদ ইসলামি এই তথ্য জানান।
এদিকে, ইরানের বন্দর ও মেরিটাইম অর্গানাইজেশনের (পিএমও) প্রধান গত মাসে জানান, চলমান সরকারের শাসনামলের শেষ নাগাদ (আগস্টের শুরুর দিকে) ইরানি বন্দরগুলোর সক্ষমতা বেড়ে ২৮০ মিলিয়ন টনে দাঁড়াবে বলে আশা করা হচ্ছে।
মোহাম্মাদ ইসলামি আরও জানান, বর্তমানে ইরানের বন্দরগুলোতে লোডিং ও আনলোডিং সক্ষমতা আড়াইশ মিলিয়ন টন। সূত্র: তেহরান টাইমস।