ইরানি ফুটবলার আলি আনসারিয়ানের মৃত্যুতে ফিফার শোক
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ৭, ২০২১
ইরানের সাবেক ফুটবলার আলি আনসারিয়ানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ফিফার প্রেসিডেন্ট গিয়ান্নি ইনফান্তিনো। ইসলামি প্রজাতন্ত্র ইরানের ফুটবল ফেডারেশনের কাছে পাঠানো এক বার্তায় তিনি এই শোক প্রকাশ করেন।
ইরানের জাতীয় দলের সাবেক ফুটবলার আনসারিয়ান কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুর কাছে হার মানেন।
শোক বার্তায় ফিফা প্রেসিডেন্ট ইরানের ফুটবল ফেডারেশন, পরিবারের সদস্য ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা জানানন।
গত বুধবার ৪৩ বছর বয়সে মারা যান সাবেক ফুটবলার আনসারিয়ান। সূত্র: মেহর নিউজ এজেন্সি।