শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানি নারী শ্যুটারের স্বর্ণ জয়

পোস্ট হয়েছে: মে ৩১, ২০১৮ 

news-image

ইন্টারন্যাশনাল শ্যুটিং স্পোর্ট ফেডারেশন (আইএসএসএফ) ওয়ার্ল্ড কাপে দারুণ পারফরমেন্স দেখিয়েছেন ইরনের নারী স্পোর্ট শ্যুটার এলাহেহ আহমাদি। জার্মানিতে অনুষ্ঠিত এবারের টুর্নামেন্টে অংশ নিয়ে স্বর্ণপদক জয় করেছেন তিনি।

৩৫ বছর বয়সী আহমাদি ২০১৫ আইএসএসএফ ওয়ার্ল্ড কাপ ফাইনালে স্বর্ণ পদক জয় করেন। গত রোববার নারীদের ৫০ মিটার রাইফেল ত্রি পজিশনের ব্যক্তিগত প্রতিযোগিতায় অংশ নেন ফারসি এই নারী। ৪৫৫ দশমিক ৪ পয়েন্ট সংগ্রহ করে ঘরে তোলেন সোনার মেডেল। জার্মানির দক্ষিণাঞ্চলীয় শহর মিউনিখে এবারের ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয়।

অন্যদিকে, এই বিভাগে রৌপ্যপদক জয় করেছেন চীনা শ্যুটার চেন ডঙকি। তিনি সংগ্রহ করেছেন ৪৪৪ পয়েন্ট।

২০১৮ আইএসএসএফ ওয়ার্ল্ড কাপ জার্মানির মিউনিখে ২২ মে শুরু হয়। টুর্নামেন্টের পর্দা নামে ২৯ মে। সূত্র: প্রেসটিভি।