সোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইরানি নারীদের সিএএফএ অনুর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়

পোস্ট হয়েছে: এপ্রিল ২৯, ২০২৪ 

news-image

ইরান কিরগিজস্তানের সাথে ১-১ গোলে ড্র করে ২০২৪ সিএএফএ অনুর্ধ্ব-১৮ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে। রোববার দুশানবে আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচে ৬৬তম মিনিটে ইরানের হয়ে গোল করেন পার্নিয়া রহমানি। অন্যদিকে ইনজুরি টাইমে কিরগিজস্তান স্কোর সমতায় আনতে সক্ষম হয়।

ফারসি মেয়েরা টুর্নামেন্টে উজবেকিস্তানকে ৪-২, তুর্কমেনিস্তানকে ৭-০ এবং স্বাগতিক তাজিকিস্তানকে ৫-০ গোলে হারিয়ে ১০ পয়েন্ট নিয়ে শিরোপা ঘরে তুলেছে।

টুর্নামেন্টটি ১৯ থেকে ২৮ এপ্রিল তাজিকিস্তানের দুশানবেতে অনুষ্ঠিত হয়। মোট পাঁচটি দল একটি উত্তেজনাপূর্ণ একক রাউন্ড-রবিন বিন্যাসে প্রতিদ্বন্দ্বিতা করে। সূত্র: তেহরান টাইমস