শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানি নারীদের গড় আয়ু বেড়ে ৭৫ বছর

পোস্ট হয়েছে: অক্টোবর ২১, ২০২১ 

news-image

আয়ু বেড়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরানের নারীদের। ১৯৭৮ সালের (১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পূর্বে) আগে যেখানে দেশটির নারীদের গড় আয়ু ছিল ৫১ বছর এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৭৫ বছরে। ইরানের মহিলা ও পরিবার বিষয়ক ভাইস প্রেসিডেন্ট এনসিয়ে খাজালি এই তথ্য জানান।

সোমবার মেহর নিউজ এর এক প্রতিবেদনে বলা হয়, তিনি বলেন, নারীদের স্বাস্থ্যে বিনিয়োগ করলে সব ক্ষেত্রে দেশের অগ্রগতি আসবে। যেমন পল্লি নারীদের স্বাস্থ্য গ্রাম থেকে শহরে অভিবাসন ঠেকাতে পারে।

৩ অক্টোবর ইরানের স্বাস্থ্য উপমন্ত্রী আলিরেজা রাইসি বলেন, ইরানে ১৯৯০ সালে প্রত্যাশিত আয়ুর হার ছিল ৭২ বছর ২০১৯ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৭২ বছরে। গড় আয়ু বৃদ্ধির এই প্রবণতা এখনও ঊর্ধ্বমুখী রয়েছে।

রাইসির মতে, ইরানে ১৯৭৬ সালে গড় আয়ু ছিল ৫৭ বছর। ৪৪ বছরে পর প্রত্যাশিত আয়ু বেড়ে দাঁড়িয়েছে ৭৬ বছরে।

এর আগে ইরানের পরিসংখ্যান কেন্দ্রের এক প্রতিবেদনে বলা হয়, দেশটির নাগরিকদের প্রত্যাশিত গড় আয়ু বেড়ে দাঁড়িয়েছে ৭৪ বছর। এর মধ্যে পুরুষদের প্রত্যাশিত গড় আয়ু সাড়ে ৭২ বছর আর মেয়েদের গড় আয়ু সাড়ে ৭৫ বছর। যা বৈশ্বিক গড় আয়ুর চেয়ে আড়াই বছর বেশি। সূত্র: তেহরান টাইমস।