ইরানি নওরোজের ছুটিতে সাত নতুন ছবি
পোস্ট হয়েছে: মার্চ ২, ২০২০
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2020/03/3393939-1.jpg)
ইরানি নওরোজের (নববর্ষ) ছুটিতে ইরানের থিয়েটারগুলোতে দেখানো হবে সাতটি নতুন চলচ্চিত্র। ২০ মার্চ ইরানে নওরোজ উদযাপন শুরু হবে।
ফারসি নববর্ষে যেসব ছবি দেখানো হবে তার মধ্যে রয়েছে চলচ্চিত্রকার মোহাম্মাদ কারতের ‘বাটারফ্লাই সুইমিং’। ছবিটি ৩৮তম ফজর চলচ্চিত্র উৎসবে দর্শক অ্যাওয়ার্ডসহ সাতটি বিভাগে ক্রিস্টাল সিমোর্ঘ পুরস্কার লাভ করে।
চলচ্চিত্রে হাশেম নামের এক ব্যক্তির গল্প তুলে ধরা হয়েছে। সে একটি চক্রের সদস্য। তার স্ত্রীর সাঁতারের ভিডিও ভাইরাল হয়ে পড়ে। হাশেম ও তার শ্যালক হোজ্জাত অনলাইনে ভিডিওটি যে আপলোড করেছে তাকে হন্যে হয়ে খুঁজতে থাকেন।
নওরোজের ছুটিতে অন্যান্য ছবির মধ্যে আরও দেখানো হবে পেইমান কাশেমখানির কমেডি ছবি ‘গুড, ব্যাড, গরিশ ২: দ্যা সিক্রেট আর্মি’ ও মোহাম্মাদ হাদির কারিমির ‘ফিলিসাইড’। এছাড়া লস অ্যাঞ্জেলেস ভিত্তিক ইরানি চলচ্চিত্রকার আসাদোল্লাহ নিকনেজাদের ছবি নওরোজ উপলক্ষে দেখানো হবে। ছবিটি প্রথম ইরানি রেস কার চালক লালেহ সিদ্দিককে নিয়ে তৈরি করা হয়েছে। সূত্র: তেহরান টাইমস।