শনিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানি দুই চলচ্চিত্রের আন্তর্জাতিক পুরস্কার জয়

পোস্ট হয়েছে: নভেম্বর ৯, ২০২৩ 

news-image

মার্কিন যুক্তরাষ্ট্র এবং কলম্বিয়ার দুই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতেছে
ইরানের দুটি চলচ্চিত্র ফিচার ফিল্ম ‘লোটেরিয়া’ এবং ডকুমেন্টারি ‘হোমা’।

আলী আতশানি পরিচালিত ‘লোটেরিয়া’ ১ থেকে ৪ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ১৪তম ড্রিফ্টলেস ফিল্ম ফেস্টিভালে সেরা ফিচার ফিল্ম পুরস্কার জিতেছে। এই খবর দিয়েছে হোনারনলেন।

২০২৩ সালে চলচ্চিত্রটি সত্য ঘটনা অবলম্বনে নির্মাণ করা হয়। চলচ্চিত্রটি ২০১৭ সালে ইরানের উপর আমেরিকার আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞার সময়কার ঘটনা নিয়ে তৈরি করা হয়েছে। সেসময় অভিবাসীরা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে বাধ্য হয়।

‘লোটেরিয়া’তে অভিনয় করেছেন বোরজু আরজমান্দ, আমির হোসেন মুসাভি, হামেদ তাভাসোলি এবং হুমান সেপান্তামেহর।

কলম্বিয়ায় ১ থেকে ৬ নভেম্বর অনুষ্ঠিত ফুসাগাসুগা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে পুরষ্কার জিতেছে অন্য ইরানি চলচ্চিত্র গেলারেহ আব্বাসি পরিচালিত ডকুমেন্টারি ‘হোমা’।

ফিল্মটি আসক্তি নিরাময় কেন্দ্রে পরামর্শদাতা হিসেবে কর্মরত একজন দৃষ্টি প্রতিবন্ধী নারীর গল্প নিয়ে তৈরি করা হয়েছে। সূত্র: তেহরান টাইমস