শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানি তেল আমদানি দ্বিগুন বাড়ানোর পরিকল্পনা ভারতের

পোস্ট হয়েছে: এপ্রিল ৯, ২০১৮ 

news-image

চলতি বছর ইসলামি প্রজাতন্ত্র ইরান থেকে তেল আমদানির পরিমাণ দ্বিগুণ বাড়ানোর পরিকল্পনা করছে ভারতের রাষ্ট্রীয় রিফাইনারি কোম্পানিগুলো। ভারতের সংশ্লিষ্ট একটি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, ইরান এশিয়ায় তাদের তেলের ক্রেতা দেশগুলোকে ধরে রাখতে তৎপরতা বাড়িয়েছে। এ লক্ষ্যে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের তেল সরবরাহকারী দেশগুলোর চেয়ে সুবিধাজনক শর্তাবলিতে তেল আমদানির প্রস্তাব দিচ্ছে দেশটি। যুক্তরাষ্ট্রের পরবর্তী সম্ভাব্য নিষেধাজ্ঞা ঝুঁকির বিষয়টি মাথায় রেখেই রপ্তানি বৃদ্ধির পরিকল্পনা নিয়ে কাজ করছে বিশ্বের তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপিইসি’র এ সদস্য দেশটি।

প্রতিবেদনে বলা হয়, চীনের পর ইরানি তেলের দ্বিতীয় সর্বোচ্চ ক্রেতা দেশ ভারত। সম্প্রতি ভারতে তেল রপ্তানি বাড়াতে দেশটির ফার্মগুলোকে মালামাল পরিবহনে বিশাল ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে তেহরান। এতে দেশটিতে তেল রপ্তানির পরিমাণ বাড়বে বলে আশা করা হচ্ছে।

ভারতের তেল আমদানি পরিকল্পনা সাথে সংশ্লিষ্ট দুটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, ২০১৯ সালের মার্চ পর্যন্ত চলতি ভারতীয় অর্থ বছরে ভারতের রাষ্ট্রীয় রিফাইনারি কোম্পানি ইন্ডিয়ান অয়েল করপোরেশন, ম্যাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যাল লিমিটেড, ভারত পেট্রোলিয়াম ও হিন্দুস্তান পেট্রোলিয়াম প্রতিদিন ইরান থেকে ৩ লাখ ৯৬ হাজার ব্যারেল তেল আমদানির পরিকল্পনা করছে। গত অর্থ বছরে ওই চার রিফাইনারি কোম্পানি দিনে ২ লাখ ৫ হাজার ৬শ’ ব্যারেল তেল আমদানি করেছে।

সূত্র: মেহর নিউজ এজেন্সি।