শনিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানি ড্রামার সেরা এশিয়ান চলচ্চিত্র পুরস্কার জয়

পোস্ট হয়েছে: জুলাই ১৮, ২০২১ 

news-image

ইরানি ড্রামা ‘অ্যাট দ্যা এন্ড অব ইভিন’ বুচিয়ন আন্তর্জাতিক ফ্যান্টাস্টিক চলচ্চিত্র উৎসবে শীর্ষ পুরস্কার লাভ করেছে। চলচ্চিত্রটি আন্তর্জাতিক এই উৎসবে  সেরা এশিয়ান চলচ্চিত্র হিসেবে মালি’স আন্তর্জাতিক উৎসব ফেডারেশন (এমএফএফ) অ্যাওয়ার্ড লাভ করেছে। বৃহস্পতিবার আয়োজকরা এই ঘোষণা দেন।

মোহাম্মাদ তোরববেইগি ও মেহদি তোরাববেইগির যৌথ পরিচালিত চলচ্চিত্রটি আমিন নামের এক ব্যক্তির কাহিনি নিয়ে তৈরি করা হয়েছে। সে একটি ছোট শহর থেকে তেহরানে গমন করে লিঙ্গ পরিবর্তনের অস্ত্রোপচার করার জন্য।

আমিন নাসির নামে একজন ধনীর সাথে সাক্ষাৎ করে এবং সে তাকে অস্ত্রোপচারের জন্য অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দেয়। দেখা গেল যে, আমিনের কণ্ঠস্বর নাসিরের মেয়ে অ্যানির মতো প্রায় একই রকম।

‘অ্যাট দ্যা এন্ড অব ইভিন’ কোরিয়ান এই উৎসবের ওয়ার্ল্ড ফ্যান্টাস্টিক রেড বিভাগে দেখানো হয়। সূত্র: তেহরান টাইমস।