ইরানি টিকা নিচ্ছেন আরও চার স্বেচ্ছাসেবী
পোস্ট হয়েছে: জানুয়ারি ৫, ২০২১

চলতি সপ্তাহে ইরানের তৈরি করোনা ভাইরাসের ভ্যাকসিন নেবেন আরও চার স্বেচ্ছাসেবী। ইতোমধ্যে টিকাটি প্রয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া গেছে।
রোববার করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ বিষয়ক জাতীয় সদরদপ্তরের সদস্য পায়াম তাবারসি বলেন, প্রথম টিকা প্রয়োগের পর সাত দিন পার হতে হবে। বিষয়টি নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্কতার সাথে গবেষণা পরিচালনা করেছে এবং পরবর্তী টিকা প্রয়োগের অনুমতি দিয়েছে। খবর আইআরএনএ এর।
এরআগে ২০২০ সালের ২৯ ডিসেম্বর এক অনুষ্ঠানে ইরানি গবেষকদের তৈরি প্রথম করোনা ভাইরাস ভ্যাকসিন উন্মোচন করা হয় এবং তিন স্বেচ্ছাসেবীর শরীরে তা প্রয়োগ করা হয়। সূত্র: তেহরান টাইমস।