ইরানি টিকার প্রথম চালান গেল ভেনেজুয়েলায়
পোস্ট হয়েছে: আগস্ট ১০, ২০২২

হেপাটাইটিস ও যক্ষ্মা রোগের জন্য ইরানের তৈরি টিকার দুটি ব্যাচ বুধবার (৩ আগস্ট) প্রথমবারের মতো ভেনিজুয়েলায় রপ্তানি করা হয়েছে।
২ লাখ ডোজের ইরানি টিকার প্রথম চালানটি ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভেনিজুয়েলার কারাকাসে পাঠানো হয়। ইরানের পাস্তুর ইনস্টিটিউটের তৈরি এসব টিকার মধ্যে বিসিজি ও হেপাটাইটিস বি টিকা রয়েছে।ইরান এখন পর্যন্ত ১০টি দেশ বিসিজি ভ্যাকসিন রপ্তানি করতে সফল হয়েছে। অন্যদিকে, হেপাটাইটিস বি ভ্যাকসিন রপ্তানির ক্ষেত্রে মাত্র পাঁচটি তৎপর দেশের তালিকায় নাম উঠলো দেশটির। সূত্র: তেহরান টাইমস।