ইরানি টিকার দ্বিতীয় ধাপে মানব ট্রায়াল শুরু
পোস্ট হয়েছে: জানুয়ারি ১৩, ২০২১

ইরানের তৈরি করোনা ভাইরাস ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ প্রয়োগ করা হলো তিন স্বেচ্ছাসেবীর শরীরে। দু’সপ্তাহ আগে তারা প্রথমবারের মতো টিকাটি গ্রহণ করেছিলেন। মঙ্গলবার আইআরএনএ এই খবর দিয়েছে।
ইমামের নির্দেশনা বাস্তবায়ন সদরদপ্তরের ইরানি গবেষকদের তৈরি প্রথম করোনা ভাইরাস ভ্যাকসিন হচ্ছে ‘কোভিরান বারেকাত’। ২৯ ডিসেম্বর এক অনুষ্ঠানে টিকাটি উন্মোচন করা হয় এবং এদিন ওই তিন স্বেচ্ছাসেবীর শরীরে প্রথম প্রয়োগ করা হয়।
টিকাটির প্রথম ডোজ এপর্যন্ত ১৪ জনকে দেয়া হয়েছে। মানব পর্যায়ে পরীক্ষায় মোট ৫৬জনকে এটি দিতে হবে। প্রথম টিকার দুসপ্তাহ পর প্রত্যেক স্বেচ্ছাসেবীকে দ্বিতীয় ডোজ নিতে হবে। সূত্র: তেহরান টাইমস।