ইরানি জনগণকে হতাশ করার চেষ্টা করছে শত্রুরা: রুহানি
পোস্ট হয়েছে: ডিসেম্বর ৩১, ২০১৭

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, তার দেশের জনগণকে ভবিষ্যত নিয়ে হতাশ করার চেষ্টা করছে শত্রুরা। শত্রুরা দেশকে সংকটের মধ্যে ফেলে ইসলামি সরকারের প্রতি জনমত ধ্বংস করতে চায়।
রাজধানী তেহরানে এক সমাবেশে প্রেসিডেন্ট রুহানি এসব কথা বলেছেন। তিনি বলেন, সবাইকে এসব ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক হতে হবে এবং সমাজের প্রভাবশালী ব্যক্তি বিশেষ করে যুব সমাজকে এ ষড়যন্ত্র নস্যাৎ করতে হবে।
প্রেসিডেন্ট রুহানি বলেন, জাতীয় শক্তির সবচেয়ে বড় উপাদান হচ্ছে ধর্মীয়, বিভিন্ন নৃগোষ্ঠী ও নানা শ্রেণী-পেশার মানুষের মধ্যকার ঐক্য। দেশের অর্থনৈতিক সংকট সমাধানের জন্য সরকারের বিভিন্ন শাখার মধ্যে বাস্তব পদক্ষেপ ও সহযোগিতা জরুরি বলেও তিনি মন্তব্য করেন।
হাসান রুহানি বলেন, তেলের ওপর নির্ভরতা কমানো, অর্থনৈতিক কূটনীতি, রপ্তানি বাড়ানো, উৎপাদন বৃদ্ধি এবং কর্মসংস্থান -এই পাঁচটি হচ্ছে সরকারের অর্থনৈতিক পরিকল্পনার প্রধান স্তম্ভ। পার্সটুডে |