সোমবার, ৩১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানি জনগণকে চিনতে ভুল করেছেন ট্রাম্প: ওয়েন্ডি শেরম্যান

পোস্ট হয়েছে: জুলাই ৩০, ২০১৮ 

news-image

সাবেক মার্কিন উপ পররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শেরম্যান বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি জনগণকে চিনতে ভুল করেছেন। ইরানের জনগণ কখনো হুমকি বা নিষেধাজ্ঞার কারণে নতি স্বীকার করে না।

শেরম্যান রোববার ইয়াহু নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ইরানি জনগণের রয়েছে প্রতিরোধের সংস্কৃতি। তারা তাদের অধিকারের প্রশ্নে যেকোনো ছাড় দেয়াকে শত্রুর কাছে আত্মসমর্পন মনে করে।

তিনি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পররাষ্ট্রনীতির তীব্র সমালোচনা করে বলেন, ট্রাম্পের কূটনৈতিক পদ্ধতি হচ্ছে তিনি প্রথমে হামলার হুমকি দেন এবং এরপর বলেন, আসুন আমরা আলোচনায় বসে সিদ্ধান্ত নেই।

শেরম্যান অভিযোগ করেন, ট্রাম্পের আরেকটি বড় দুর্বলতা হচ্ছে, তিনি কোনো বিষয়ে সুস্পষ্ট নীতি গ্রহণ করে বিষয়টি নিয়ে লেগে থাকেন না। মৌখিক সমঝোতা যাতে বাধ্যতামূলক আন্তর্জাতিক চুক্তিতে পরিণত হতে পারে সেজন্য তিনি কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছেন।

ইরানের সঙ্গে পাশ্চাত্যের পরমাণু সমঝোতার আলোচনায় অংশ নিয়েছিলেন শেরম্যান (বাম থেকে প্রথম)

এর আগে সম্প্রতি শেরম্যান এনবিসি’কে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের হুমকিকে তার দুর্বলতার প্রমাণ হিসেবে উল্লেখ করে বলেন, ইরানি জনগণ হুমকির মুখে মাথা নত করবে না।পার্সটুডে।