ইরানি চলচ্চিত্র ‘এ্যাম আই উলফ’ পেল রুশ পুরস্কার
পোস্ট হয়েছে: জুলাই ২৮, ২০১৯

ইরানি স্বল্পদৈর্ঘ এ্যানিমেশন চলচ্চিত্র ‘এ্যাম আই উলফ’ রাশিয়ায় সপ্তম ইনসোমনিয়া ইন্টারন্যাশনাল এ্যানিমেশন ফিল্ম ফেস্টিভালে পুরস্কার জিতে নিয়েছে। আমির হোউসাং মোইন চলচ্চিত্রটি পরিচালনা করেছেন। স্কুলে বাচ্চাদের লেখাপড়া নিয়ে এ চলচ্চিত্রটি নির্মিত। নেকড়ে শান্ত প্রাণিদের আক্রমণ করে ও শিকারে পরিণত করে। এধরনের একটি নেকড়ে ও আরেকটি ছাগল নিয়ে ‘এ্যাম আই উলফ’ চলচ্চিত্রটির কাহিনী এগিয়েছে। মেহর