ইরানি চলচ্চিত্রের চার কিংবদন্তি পেলেন আজীবন সম্মাননা
পোস্ট হয়েছে: আগস্ট ২৫, ২০১৯
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2019/08/3213824-1.jpg)
ইরানি চলচ্চিত্রের প্রভাবশালী চার ব্যক্তিকে সিনেমায় অসামান্য অবদানের জন্য আজীবন সম্মাননা দেওয়া হয়েছে। ২১তম ইরান সিনেমা সিলেব্রেশনের আয়োজকরা তাদের এই সম্মাননা দিয়েছে। মঙ্গলবার রাতে আইভেইন শামস হলে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই সম্মাননা দেওয়া হয়।
আজীবন সম্মাননা পাওয়া চার চলচ্চিত্র ব্যক্তিত্ব হলেন- মঞ্চ ও পর্দা অভিনেতা আকবার জাঞ্জনপুর, মেক-আপ শিল্পী বিজান মোহতাশেম, সাউন্ড ইঞ্জিনিয়ার হাসান জাহেদি ও চলচ্চিত্র পরিচালক সিরাস আলভান্দ।
অনুষ্ঠানে ইরান সিনেমা হাউজের পরিচালক মানুচেহর শাহসাভারি বন্ধুত্ব, সম্মান ও ঐক্যের ক্ষেত্রকে সংস্কৃতি হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, যদি কোনো ব্যক্তি এগুলোকে ধারণ করা ছাড়া সিমেনা জগতে প্রবেশ করে সে সফল হবে না।
১২ সেপ্টেম্বর ইরানের জাতীয় সিনেমা দিবস উপলক্ষে প্রতি বছর ইরানি সিনেমা হাউজ এই সম্মাননার আয়োজন করে। মুহররমে শোক উৎসবের প্রতি সমবেদনা জানিয়ে এ বছর কয়েক সপ্তাহ আগেই এই সম্মাননা দেওয়া হলো। সূত্র: তেহরান টাইমস।