শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানি গাড়ির চারটি মডেল তৈরি করবে ভেনেজুয়েলা

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২১, ২০২২ 

news-image

ইরানি গাড়ির চারটি মডেল তৈরি করবে ভেনেজুয়েলা।  দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এই ঘোষণা দিয়েছেন। ভেনিজুয়েলার প্রেসিডেন্ট ‘ইন্ডাস্ট্রিয়াল সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজিকাল এক্সপোফেয়ার ইরান-ভেনিজুয়েলা’-এ অংশ নিয়ে এই ঘোষণা দেন।তিনি বলেন, ‘এগুলি এমন যান যাতে জনগণের আর্থিক সাশ্রয় হবে, প্রতি ১০০ কিলোমিটারে জ্বালানি খরচ হবে মাত্র ৭ লিটার।’মাদুরো জানান, ভেনিজুয়েলা ভেনিরানুটো কোম্পানির মাধ্যমে দেশে চারটি মডেলের ইরানি গাড়ি তৈরি করবে। খবর ইউরোপা প্রেস নিউজ এজেন্সির। সূত্র: মেহর নিউজ।