সোমবার, ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানি গবেষকের আবিষ্কার: পাথর পরিণত হবে ব্যাটারিতে

পোস্ট হয়েছে: জুলাই ১০, ২০২৪ 

news-image

ইরানের এক গবেষক সিলিকেট পাথরের উপর ভিত্তি করে নতুন একটি উপাদান নিয়ে কাজ করে যাচ্ছেন। ভবিষ্যতের বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে লিথিয়ামের বিকল্প হিসেবে পাথর প্রতিস্থাপন নিয়ে গবেষণা করছেন এই বিজ্ঞানী।

বৈজ্ঞানিক অগ্রগতি ইরানকে পশ্চিম এশীয় অঞ্চলে অগ্রগামী করে তুলেছে। পশ্চিমা বিশ্বের আধিপত্যবাদী দেশগুলোও বিশ্বাস করছে, সর্বোচ্চ চাপ প্রয়োগ এবং নিষেধাজ্ঞা দিয়ে শত্রুতার চরম প্রকাশ ঘটানো সত্ত্বেও ইরান দ্রুত অগ্রসর হচ্ছে। ইরানের গবেষক মোহাম্মদ খোশ কালাম মনে করেন সিলিকেট শিলায় এমন একটি কঠিন পদার্থ রয়েছে যা ইলেক্ট্রোলাইটের জন্য উপযুক্ত।

খোশ কালাম এ সম্পর্কে বলেছেন, একটি কঠিন ইলেক্ট্রোলাইট হিসাবে সিলিকেট পটাসিয়ামের সম্ভাবনা দীর্ঘদিন ধরেই স্পষ্ট হয়েছিল। তবে আমার মতে পটাসিয়াম আয়নগুলোর ওজন এবং আকার সম্পর্কিত চ্যালেঞ্জগুলোর কারণে এটিকে উপেক্ষা করা হয়েছিল।

ইরানী এই গবেষক তরল ইলেক্ট্রোলাইটসহ লিথিয়ামের তুলনায় সিলিকেট শিলায় আয়নগুলোর গতিবিধি ত্বরান্বিত করার একটি পদ্ধতি তৈরি করেছেন। খোশ কালাম বলেন, ব্যাটারির একটি অংশের সাথে প্রথম পরিমাপে দেখা গেছে একটি কঠিন ইলেক্ট্রোলাইট হিসাবে ওই উপাদানটির উচ্চ পরিবাহী ক্ষমতা রয়েছে।

খোশ কালাম আরও বলেন এই সিলিকেট পাথরগুলো সমুদ্র সৈকতে বা বাগানে পাওয়া যায়। নতুন এই উপাদানটির একটি গুরুত্বপূর্ণ সুবিধা হল বায়ু এবং পলির প্রতি এর সংবেদনশীলতা। এ কারণে এই উপাদানটিকে একটি পাতলা স্তর হিসাবে ব্যাটারিতে ব্যবহার করা যেতে পারে। পার্সটুডে/