শনিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানি ক্ষেপণাস্ত্র: চলমান লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাতের ক্ষমতা বাড়ল

পোস্ট হয়েছে: জুন ২, ২০১৪ 

news-image

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন সালামি বলেছেন, চলমান লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাতের জন্য ইরানি ক্ষেপণাস্ত্রের ক্ষমতা বাড়ানো হয়েছে। এর ফলে যে কোনো চলমান লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে পারবে এসব ক্ষেপণাস্ত্র।

তিনি বলেন, বৈজ্ঞানিক দিক থেকেও এটাকে অসম্ভব মনে হতে পারে। কিন্তু বাস্তবতা হলো- ইরান এ প্রযুক্তি অর্জন করতে সক্ষম হয়েছে। তিনি বলেন, আমেরিকার কাছেও এ প্রযুক্তি নেই। ইরানের বাইরে একমাত্র রাশিয়া এ প্রযুক্তির অধিকারী বলে তিনি ঘোষণা করেন। সালামি বলেন, ‘আমরা বিমান প্রতিরক্ষা ব্যবস্থারও উন্নয়ন ঘটিয়েছি।’ স্পর্শকাতর হওয়ার কারণে এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানাতে রাজি হননি তিনি।

গত শুক্রবারও আইআরজিসি’র ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন সালামি বলেছেন, বিশ্বের যেকোনো স্থানে শত্রুর অবস্থানে হামলা চালাতে সক্ষম ইরান। জেনারেল সালামি বলেন, ইসলামি ইরানের বিরুদ্ধে কেউ যদি কোনো ধরনের আগ্রাসন চালাতে চায় তাহলে তেহরান বিশ্বের যেকোনো স্থানে শত্রুর কৌশলগত গুরুত্বপূর্ণ স্বার্থে আঘাত হানবে; সে ক্ষমতা ইরানের আছে।

রেডিও তেহরান, ১ জুন, ২০১৪