শুক্রবার, ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানি কর্মকর্তাদের সর্বোচ্চ বেতন ২৮শ’ মার্কিন ডলার

পোস্ট হয়েছে: জুলাই ৩১, ২০১৬ 

news-image

ইরানে সরকারি কর্মকর্তা থেকে শুরু করে রাজনীতিবিদ ও অরাজনৈতিক ব্যক্তিদের বেতন বেঁধে দেয়া হয়েছে। ইরানের বেতন তদারকি পরিষদের নির্ধারিত এই বেতন কাঠামোতে দেশের নির্বাহী প্রধান, বিচারিক কর্মকর্তা, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ও সংসদ সদস্যদসহ দেশের শীর্ষ কর্মকর্তারা মাসে সর্বোচ্চ ২৮শ’ ডলার বেতন পাবেন। তবে বেসরকারি খাতে এবেতন হবে ৫ হাজার ডলার। এ নির্ধারিত বেতনের বেশি বেতন কেউ পেলে বা কোনো প্রতিষ্ঠান প্রদান করলে তাকে আইনের মুখোমুখি হতে হবে। ইরান সরকারের মুখপাত্র মোহাম্মদ বাকের নুবাখত এ তথ্য জানিয়েছেন।

দিন কয়েক আগে অভিযোগ ওঠে অন্তত ১ হাজার শীর্ষ কর্মকর্তা অতিরিক্ত বেতন পাচ্ছেন। এরপর বিষয়টি খতিয়ে দেখে কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানের অন্তত ১৩ জন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়।

সূত্র: তেহরান টাইমস