শুক্রবার, ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইরানি করোনা টিকা ‘কোভিরান বারাকাত’-এর মানব ট্রায়াল শুরু

পোস্ট হয়েছে: ডিসেম্বর ৩১, ২০২০ 

news-image

ইরানি গবেষকদের তৈরি প্রথম করোনা ভাইরাস ভ্যাকসিনের মানব পর্যায়ে পরীক্ষা শুরু হয়েছে। মঙ্গলবার এক অনুষ্ঠানে তিনজন স্বেচ্ছাসেবীকে টিকা দেয়ার মধ্য দিয়ে এই পরীক্ষা কার্যক্রমের উদ্বোধন করা হয়।

ইমামের নির্দেশনা বাস্তবায়ন বিষয়ক সদরদপ্তরের গবেষক দলের উৎপাদিত প্রথম কোভিড-১৯ ভ্যাকসিনের মানব পর্যায়ে পরীক্ষার প্রথম পর্ব শুরু হলো। ইমামের নির্দেশনা বাস্তবায়ন সদরদপ্তরের প্রধান মোহাম্মাদ মোখবারের মেয়ে প্রথম স্বেচ্ছাসেবী হিসেবে টিকাটি গ্রহণ করেন।

তেহরান টাইমসের খবরে বলা হয়, প্রথম টিকা সফলভাবে দেয়া সম্ভব হয়েছে। ঘা বা জ্বরের মতো কোনো লক্ষণ দেয়া দেয়নি।