শুক্রবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানি করোনা টিকার প্রতিরোধ ক্ষমতা ৯০ ভাগ

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২২, ২০২১ 

news-image

ইরানের তৈরি করোনা ভাইরাস ভ্যাকসিন ‘কোভিরান বারেকাত’ মানব দেহে প্রায় ৯০ শতাংশ প্রতিরোধ ক্ষমতা তৈরিতে সক্ষম। স্বেচ্ছাসেবীদের ওপর দেশটির তৈরি করোনা টিকার চালানো পরীক্ষায় এই ফল পাওয়া গেছে।

ইরানে ইমামের নির্দেশনা বাস্তবায়ন সদরদপ্তরের ইরানি গবেষকদের তৈরি প্রথম করোনা ভ্যাকসিন হচ্ছে কোভিরান বারেকাত। গত বছরের ২৯ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে টিকাটি উন্মোচন করা হয় এবং এদিন তিন স্বেচ্ছাসেবীর শরীরে এটি প্রয়োগ করা হয়।

ইরানি করোনা ভাইরাস ভ্যাকসিনের ক্লিনিকাল কন্ডাক্টর মোহাম্মাদ রেজা সালেহি বলেন, এ পর্যন্ত ৩৫জন স্বেচ্ছাসেবীর ওপর প্রতিরোধ ক্ষমতা তৈরির এই পরীক্ষা চালানো হয়েছে। এতে যা ফল পাওয়া গেছে তাতে দেখা গেছে, আমাদের প্রত্যাশার চেয়ে বেশি প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে। সূত্র: তেহরান টাইমস।