বুধবার, ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানি করোনা টিকার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই

পোস্ট হয়েছে: জানুয়ারি ২৬, ২০২১ 

news-image

মানব পর্যায়ে পরীক্ষার প্রথম পর্বে ইরানের তৈরি করোনা ভাইরাস ভ্যাকসিন ২১ স্বেচ্ছাসেবীর শরীরে প্রয়োগ করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত এই টিকার কোনো গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি। ইরানের করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ বিষয়ক জাতীয় সদরদপ্তরের সদস্য মিনু মোহরা এই তথ্য জানিয়েছেন।

‘কোভিরান বারেকাত’ হচ্ছে ইমামের নির্দেশনা বাস্তবায়ন সদরদপ্তরের ইরানি গবেষকদের তৈরি প্রথম করোন ভাইরাস ভ্যাকসিন। ২৯ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে টিকাটি উন্মোচন করা হয় এবং এদিন তিন স্বেচ্ছাসেবীর শরীরে প্রয়োগ করা হয়। ১১ জানুয়ারি এই তিন স্বেচ্ছাসেবীর শরীরে দ্বিতীয় ডোজ টিকা প্রয়োগ করা হয়। সূত্র: তেহরান টাইমস।